দেখতে দেখতে আরও একটি নতুন বছরে আমরা। ফেলে আসা খারাপ দিনগুলো, খারাপ সম্পর্কগুলো আর এ বছর থাকবে না, এমনটাই আসা সবার। তাই প্রথম দিন থেকেই নিজেকে নিশ্চয় গুছিয়ে নিয়েছেন নতুন সব অঙ্গীকারের সঙ্গে। নতুন বছরে পুরোনো কিছু বদভ্যাস এড়ানো থেকে শুরু করে ভালোবাসার মানুষকে সুখে রাখার প্রতিশ্রুতিসহ নানা প্রতিজ্ঞা করেন অনেকেই।
তবে দাম্পত্য জীবনকে চাঙা রাখতে কয়েকটি কৌশল হতে পারে আপনার জন্য সুখকর। জেনে নিন দাম্পত্য জীবনের সব ভুল-বোঝাবুঝি এড়িয়ে সংসারে সুখ আনতে কী কী করবেন।
বর্তমানে স্মার্টফোনের ব্যবহার সবার জীবনেই ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই ফোন ব্যবহারের সময়সীমা কমিয়ে দিন। দাম্পত্য সম্পর্ক সুন্দর রাখতে আপনার সঙ্গী সঙ্গেই বেশি সময় কাটান।
আধুনিক জীবনে এমনিতেই কমে এসেছে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ। তাই যেটুকু সময় বাড়িতে থাকবেন দুজন একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। তাহলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না।
দিনে বা রাতে একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে বসে সারা দিন কে কী করলেন, সে গল্প করুন। একসময় দেখবেন এই অভ্যাস একদিকে যেমন আপনারদের কাছাকাছি আনবে, তেমনই কমাবে মানসিক চাপ।
দুজন দুজনের ভালো দিকগুলো নিয়ে কথা বলুন। এতে করে ছোট-ছোট খারাপ দিকগুলো আর মাথায় আসবে না।
নিয়মিত মিলনে অংশ নিন। এতে শরীরও যেমন ভালো থাকবে, তেমনই মনও ভালো থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা আরও বাড়বে।
একসঙ্গে বসে সংসারের খরচপাতির হিসাব করুন। পরিসংখ্যান বলছে, প্রায় ৭০ শতাংশ দম্পতি ঝগড়া করেন টাকাপয়সার সমস্যা নিয়ে। সংসারের খরচ, সন্তানের স্কুলের খরচ সব বিষয় নিয়েই আলোচনা করুন দুজনে।
একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করুন মন খুলে। ভালো সম্পর্কের জন্য শুধু ভালবাসা যথেষ্ট নয়, প্রয়োজন তা প্রকাশেরও। মুখেই বলুন, তাকে আপনি ভালোবাসেন।
কোনো কারণ ছাড়াই উপহার কিনুন সঙ্গীর জন্য। দামি কোনো উপহার নয়, খুব সাধারণ উপহার আনুন ভালোবাসার মানুষটার জন্য। আপনার এমন আচরণ তার পছন্দের কারণ হবে।