ট্রেন্ডিং ফ্যাশনে কালারফুল আইলাইনার বর্তমানে ট্রেন্ড। আর অনেকেই নিজেদের চোখকে মোহময়ী করে তুলতে নানা রকম উজ্জ্বল রঙের আইলাইনার ব্যবহার করে থাকেন। একটা বছরের সমাপ্তি আর নতুন বছরের আগমন, সাজপোশাকের সঙ্গে রাখেতে হবে মানানসই মেকআপ। যেহেতু সাজের একটা বড় মাধ্যম চোখ, তাই আজ চোখ থেকেই হোক শুরু।
রঙিন আইলাইনার ও আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের নজরে রাখতে হয়। সব উজ্জ্বল রঙ সব স্কিনটোনের সঙ্গে ম্যাচ করে না। যার ফলে মেকআপটাই গন্ডগোল হয়ে যায়। আর তাই কোন স্কিন টোনের সঙ্গে কেমন রঙের আইলাইনার ভাল লাগবে, সেটা আগে থেকেই বুঝে নিতে হবে। জেনে নিন আপনার স্কিন টোন আর চোখের রঙের সঙ্গে কেমন আইলাইনার ভাল লাগবে।
চোখের রং অনুযায়ী যেভাবে বেছে নেবেন রঙিন আইলাইনার-
ত্বকের রং বা স্কিনটোন অনুযায়ী ব্যবহার করবেন আইলাইনার-
ফেয়ার স্কিন টোন
আপনার যদি ফেয়ার স্কিন টোন থাকে, তা হলে সবুজ ও নীলের মতো হালকা রং ট্রাই করুন। তার কারণ ফর্সাদের চোখে ডার্ক কালার একটু হেভি মনে হয়।
শ্যামবর্ণা
এই স্কিন টোনের জন্য পারফেক্ট হল স্মোকি আই মেকআপ। তাই ব্ল্যাক আইলাইনার ছাড়াও ব্রাউন আর মভ আইলাইনার ট্রাই করতে পারেন। আসলে যাঁদের এই ধরনের স্কিনটোন তাঁরা হালকা আর গাঢ়- দু’রকম শেডের আইলাইনারেই ভালো মানাবে।
অলিভ স্কিন টোন
এই ধরনের কমপ্লেকশনের জন্য কিন্তু গাঢ় শেডের রঙিন আইলাইনার দারুণ মানাবে। নেভি ব্লু বা বটল গ্রিন অথবা পার্পল আইলাইনার ট্রাই করতে পারেন।
ট্যান স্কিন টোন
ব্ল্যাক আইলাইনারই এই ধরনের স্কিন টোনের জন্য দারুণ। তবে শিমারি কালারস এই ধরনের স্কিনটোনে অসাধারণ লাগবে। তবে হ্যাঁ, হালকা অথবা ফিকে রঙের আইলাইনার ব্যবহার করবেন না। কারণ এই ধরনের রং আপনার কমপ্লেকশনকে আরও ট্যান দেখাবে।
রঙিন আইলাইনার দিয়ে ড্রামাটিক আই মেকআপ করবেন যেভাবে-
চোখে ড্রামাটিক লুক আনতে দু’রকম রঙের আইলাইনার ব্যবহার করতে পারেন। তার জন্য খুব একটা কসরতও করতে হবে না। চোখের উপরের পাতায় ব্ল্যাক আইলাইনার যেভাবে লাগান, সেভাবেই লাগিয়ে নিন। তার উপরে সাদা রং আইলাইনার লাগিয়ে নিন। এর ওপর হলুদ, লাল, অথবা গ্লিটারি কালার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন আপনার লুক কেমন চেঞ্জ হয়ে গেছে।