শীতের স্টাইলে স্কার্ফ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:৩৪ পিএম

প্রতিটি মৌসুমেই ফ্যাশন বদলে যায়। গরমে এক ফ্যাশন, শীতের ফ্যাশন হয় আরেক রকম। শীতের কান টুপি থেকে শুরু করে হাত-পা মোজা, স্কার্ফ, গরম পোশাক সবকিছুতেই থাকে নতুনত্ব। কিছু এলিমেন্ট আবার একই রয়ে যায়। শুধু আবহাওয়ার সঙ্গে পোশাকের ব্যবহার সামান্য বদলে যায়। এমন পোশাকের মধ্যে রয়েছে স্কার্ফ।

গরমেও পোশাকের সঙ্গে স্কার্ফ পরা যায়। শীতেও সেটাই ব্যবহার করতে পারেন একটু অন্যভাবে। এছাড়াও উলের স্কার্ফও ব্যবহার করতে পারেন। তবে ফ্যাশনের কোনও কম্প্রোমাইজ নয়, তা খেয়াল রাখা জরুরি।

ওয়েস্টার্ন থেকে এথনিক, এমনকী একটি ফিউশন গেটওভার হিসেবেও আপনি স্কার্ফ পরতে পারেন। শীতের স্টাইলে পোশাকের সঙ্গে স্কার্ফ কীভাবে পরবেন,  ব্যবহার করবেন তা নিয়ে কিছু ধারণা দেওয়া হলো_

লং পঞ্চোর সঙ্গে স্কার্ফ
উলের লং পঞ্চ পরতে পারেন। হাঁটু পর্যন্ত ঝুল হলে বেশি ভালো হবে। এর সঙ্গে গলায় স্কার্ফ জড়িয়ে নিন। এই স্টাইল শীতকেও হার মানাতে পারবে। নিজেকে আরও স্টাইলিশ করতে অবশ্যই বুট জুতো পরুন।

ওয়েস্টার্ন ক্যাজুয়ালের সঙ্গে স্কার্ফ
জিন্স পরুন ও টি-শার্ট পরুন। এর সঙ্গে গলায় একটি স্কার্ফ জড়িয়ে নিন। আপনার লুক সঙ্গে সঙ্গেই বদলে যাবে। স্কার্ফ গলার দুপাশ দিয়ে ঝুলিয়ে নেবেন। আবার পোশাক বুঝে স্কার্ফের এক প্রান্ত বেঁধেও নিতে পারেন। কীভাবে আপনাকে বেশি ভালো দেখাচ্ছে সেই অনুযায়ী রেডি হয়ে নিন।

জ্যাকেটের সঙ্গে স্কার্ফ
প্রচণ্ড শীতে জ্যাকেট পরতে পারেন। যেকোনও রঙেরই জ্যাকেট পরতে পারেন। তবে নানা রঙের না হয়ে একরঙের জ্যাকেটই বেশি স্মার্ট দেখাবে। সেই সঙ্গে মাথায় উলের টুপি আর গলায় হালকা ভাবে উলের স্কার্ফ বেঁধে নিন। বেশ মানিয়ে যাবে।

লং কোটের সঙ্গে স্কার্ফ
শীতের মৌসুমে আপনি লং কোট পরতে পারেন। এক রঙের লং কোট পরুন। সঙ্গে আপনি  গলায় ফেলে জড়িয়ে নিতে পারেন স্কার্ফ। গলায় হালকা ভাবে পেঁচিয়ে রাখুন কিংবা ঝুলিয়েও পরতে পারেন।

ডাবল সাইডেড টুইস্ট
স্কার্ফটি ডাবল সাইডেড টুইস্ট করে নিতে পারেন। স্কার্ফটি গলার দুই পাশ দিয়ে নিয়ে ডাবল ফোল্ড করলেই হয়ে যাবে।