কন্ডিশনার ব্যবহারে যেসব ভুল করবেন না

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০২:৩২ পিএম

এই শীতে চুলের উজ্জ্বলতা ধরে রাখতে কন্ডিশনারের কোনো বিকল্প রেই। সব ধরনের চুলের জন্যই কন্ডিশনার ব্যবহার ভীষণ জরুরি। চুল নরম ও ঝলমলে করার পাশাপাশি দরকারি পুষ্টিগুণ জোগাতে এর ভূমিকা অপরিসীম। তবে অনেকেই কন্ডিশনার ব্যবহারের সময় কিছু ভুল করে বসেন।

চলুন জেনে নেওয়া যাক কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কোন ভুলগুলো করা যাবে না, সে সম্পর্কে—

  • চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না। চুলের গোড়া থেকে এমনিতেই প্রাকৃতিক তেল উৎপন্ন হয়। কন্ডিশনার গোড়ায় লাগালে চুল অতিরিক্ত তেলতেলে হয়ে যেতে পারে। চুলের মাঝামাঝি অংশ থেকে লাগানো শুরু করুন কন্ডিশনার।
  • প্রয়োজনের অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলেও চুল হয়ে পড়তে পারে তেলতেলে। চুলের ধরন, দৈর্ঘ্য এবং ঘনত্ব বুঝে কন্ডিশনারের পরিমাণ নির্ধারণ করুন।
  • আমরা সবাই চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিলেও কন্ডিশনারের ক্ষেত্রে এমনটি করি না। এটা ঠিক নয়। কন্ডিশনারও বেছে নিতে হবে চুলের ধরন অনুযায়ী। যেমন চুল পাতলা হলে বেশি ঘন বা ভারী কন্ডিশনার ব্যবহার করবেন না।
  • চুলে কতক্ষণ রাখছেন কন্ডিশনার, সেটাও জরুরি। চুলে কন্ডিশনার লাগিয়ে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ডিপ কন্ডিশনিংয়ের ক্ষেত্রে ১৫ মিনিট রাখুন। তবে এ ক্ষেত্রে অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নেবেন।