গ্রীষ্মকালে অসহ্য গরম থেকে রেহাই পেতে এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার বেড়েছে। তবে এসি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি হলো বিদ্যুৎ বিল। অনেকেই এসি কেনার সময় শুধু শীতলীকরণ ক্ষমতার দিকেই নজর দেন, কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এসি কিনতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সঠিক এসি নির্বাচন করলে যেমন আরাম পাওয়া যায়, তেমনি বিদ্যুৎ বিলও অনেক কমে আসে।
ইনভার্টার এসি বনাম নন-ইনভার্টার এসি
বর্তমানে বাজারে দুটি প্রধান ধরনের এসি পাওয়া যায় — ইনভার্টার এবং নন-ইনভার্টার। বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে ইনভার্টার এসি অনেক বেশি কার্যকর।
ইনভার্টার এসির বৈশিষ্ট্য হলো এটি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে, ফলে তাপমাত্রা ঠিক থাকলে কম্প্রেসর ধীরে চলে এবং বিদ্যুৎ কম খরচ হয়।
ঘর ঠান্ডা হলে এসি স্বয়ংক্রিয়ভাবে তার কার্যক্ষমতা কমিয়ে দেয়, আবার গরম হলে বাড়িয়ে দেয়।
একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার এসি ন্যূনতম বিদ্যুৎ খরচ করে তাপমাত্রা ধরে রাখে।
অন্যদিকে, নন-ইনভার্টার এসি নির্দিষ্ট গতিতে চলে এবং বন্ধ-চালু হওয়া বারবার হয়, ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়।
স্টার রেটিং বা ইনার্জি রেটিং
এসি কেনার সময় অবশ্যই “BEE (Bureau of Energy Efficiency)” দ্বারা নির্ধারিত স্টার রেটিং দেখা উচিত। এটি একটি ১ থেকে ৫ তারকা পর্যন্ত মানদণ্ড, যা এসিটির বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতা বোঝায়।৫-তারকা এসি সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী। ৩-তারকা এসি মাঝারি মানের। ১-তারকা এসি বিদ্যুৎ খরচ বেশি করে। যদি আপনি এসি প্রতিদিন দীর্ঘ সময় চালাতে চান, তাহলে ৫-তারকা ইনভার্টার এসি কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ক্যাপাসিটি অনুযায়ী নির্বাচন
এসি কেনার আগে আপনার ঘরের আয়তন অনুযায়ী টনের ক্ষমতা নির্বাচন করা খুব জরুরি।১০০–১২০ বর্গফুট ঘরের জন্য ১ টন এসি যথেষ্ট।১৩০–১৫০ বর্গফুট ঘরের জন্য ১.৫ টন। ১৮০–২০০ বর্গফুট ঘরের জন্য ২ টন। বেশি ক্ষমতার এসি ছোট ঘরে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। আবার কম ক্ষমতার এসি বড় ঘরে ভালোভাবে শীতলীকরণ করতে পারে না।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যা করতে হবে
এসি সঠিকভাবে ব্যবহার করলেও অনেক বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। ঘর ভালোভাবে সিল করা থাকলে ঠান্ডা বাইরে বের হয় না। দিনের এসি চালানোর সময় জানালা দিয়ে রোদ ঢুকলে পর্দা টেনে রাখা উচিত। এসি ২৪ ডিগ্রির আশেপাশে রেখে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর। এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ফ্যানের সঙ্গে এসি ব্যবহার করলে এসি তাড়াতাড়ি ঠান্ডা করে এবং বিদ্যুৎ খরচ কম হয়।