অসম প্রেম নিয়ে চর্চার কমতি নেই। প্রেম তো বাধা মানে না। আগে থেকেই প্রেমিক-প্রেমিকারা সমাজের বাধা মানতো না, এখন বয়সের বাধাও মানতে রাজী নয়। তাইতো অসম প্রেমের ঘটনাই ঘটছে চারপাশে। নারীরা সমবয়সী কিংবা বয়সে বড় পুরুষের প্রেমে পড়েন, এটাই স্বাভাবিক। কিন্তু যখন নারীরা নিজের চেয়ে কম বয়সী পুরুষের সঙ্গে প্রেমে জড়াবেন, তখন তো চর্চা শুরু হবেই।
দেশেই এমন ঘটনা প্রায়ই ঘটছে। সম্প্রতি ভারতের একাধিক ডেটিং অ্যাপের জরিপও একই তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ানে’ এই বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, পুরুষের মতো নারীরাও বয়সে ছোটদের সঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। আগেও বিভিন্ন সময় এমন ঘটনা ঘটেছে। তবে বর্তমান সময়ে মোটাদাগে সেই সংখ্যা বেড়েই চলছে।
কিন্তু কেন নারীরা নিজের চেয়ে কম বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? এর পেছনে কারণগুলো কী, জানেন?
অনেক নারী সঙ্গী বাছাইয়ে বয়সকে গুরুত্ব দিচ্ছেন না। তারা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সুন্দর মন, ব্যক্তিগত সুরক্ষা, আত্মবিশ্বাসী কাউকে খুঁজেন। এখন নারীরা সম্পর্কে ভারসাম্য ও গতিশীলতাকে গুরুত্ব দেন।
মনোবিদরা জানাচ্ছেন, বর্তমান সময়ে নারীরা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সচেতন। তারা যেকোনো কিছুই সহজভাবে নিতে পারে। কোনো বিষয়ে ভীত থাকেন না। নারীরা আত্মবিশ্বাস ও আত্মসচেতনতায় গুরুত্ব দেন। সঙ্গীর প্রতি আনুগত্যের চেয়ে নারীরা এখন নিজের সুখ ও সামগ্রিক মঙ্গল নিয়ে বেশি আগ্রহী। তাই অনেক নারী কম বয়সী পুরুষ সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন।
কম বয়সী পুরুষ সঙ্গীর কাছ থেকে নারীরা মানসিক, সামাজিক চাহিদাসহ অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারছেন। যা সম্পর্কে জড়ানোর অন্যতম কারণ।
এছাড়া কম বয়সী পুরুষ সঙ্গীর সান্নিধ্যে থাকতে পেরে নারীরা নিজেদেরকে তরুণী ভাবেন। নিজেদের প্রতি আরও যত্নশীল হয়ে উঠেন। যা মানসিক শান্তি দিতে পারে।
কম বয়সী পুরুষদের পৃথিবীকে নতুন করে জানার সুযোগ পেয়ে নতুন নতুন অভিজ্ঞতা হয়। যা তাদের জীবনকেও রোমাঞ্চকর করে তোলে।
নারীরা এখন অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেকটাই স্বাধীন। নিরাপত্তার জন্য তাদের বয়স্ক সঙ্গী খুঁজতে হয় না। তাই প্রথাগত নিয়ম ভেঙে ব্যক্তিগত পরিপূর্ণতা, মানসিক সংযোগ ও আকর্ষণকে অগ্রাধিকার দিয়ে পছন্দের সঙ্গীকে বেছে নিচ্ছেন বলে ধারণা মনোবিদদের।
সূত্র: দ্য গার্ডিয়ান