নেটদুনিয়ায় এই সময়ের ভাইরাল গিবলি স্টাইল। অ্যানিমেশন মুভি দেখতে কমবেশি সবাই পছন্দ করে। আর নিজের ছবি যখন অ্যানিমেশন করার সুযোগ মিলে, তখন সুযোগ তো লুফ নিবেই। সেই সুবাদেই এখন গিবলি স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ প্রযুক্তির ব্যবহার করে এখন সহজেই নিজেকে অ্যানিমেশন রূপে দেখার সুযোগ মিলছে। যার নামই হচ্ছে গিবলি স্টাইল।
শুধু সাধারণ মানুষই নয়, গিবলি স্টাইলে গা ভাসাচ্ছেন তারকারাও। নিজের ছবি দিয়ে অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। যা তৈরি হচ্ছে এ আই এর মাধ্যমে। একেবারেই ভিন্ন রূপে নিজেকে দেখার সু্যোগ পেয়ে সবার মধ্যেই কৌতুহল যেন দিন দিন বেড়েই চলেছে।
মুহূর্তেই ভাইরাল হওয়া এই গিবলি স্টাইল আসলে কী? স্টুডিও গিবলি হলো জাপানের বিশ্ববিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। যা অসাধারণ গল্প, চমৎকার ভিজ্যুয়াল এবং হৃদয়স্পর্শী চরিত্রের জন্য পরিচিত।‘গিবলি’ শব্দটি এসেছে লিবিয়ার আরবি শব্দ থেকে। যার অর্থ উষ্ণ মরুভূমির বাতাস।
স্টুডিও গিবলি শুধু অ্যানিমেশনপ্রেমীদের কাছেই নয়, বরং পুরো নেটদুনিয়ায় একটি কাল্ট ফেনোমেনা হয়ে উঠেছে। ইন্টারনেটের বিস্তৃতি এবং সোশ্যাল মিডিয়ার প্রবল প্রভাবের কারণে গিবলি সিনেমাগুলো নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোতে গিবলির সিনেমার মুহূর্তগুলো, সংলাপ, দৃশ্য ও চরিত্র নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও এবং মেম দেখা যায়।
গিবলি স্টুডিওর সিনেমাগুলো সাধারণত বাস্তবতা ও কল্পনার এক মোহনীয় মিশ্রণ তৈরি করে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি গল্প বলার অসাধারণ দক্ষতার জন্য বিখ্যাত। তিনি প্রকৃতি, জাদু, নারীর ক্ষমতায়ন, যুদ্ধবিরোধী বার্তা এবং জীবনবোধকে চমৎকারভাবে তার সিনেমায় ফুটিয়ে তুলেছেন। এই সিনেমাগুলো শুধু শিশুদের জন্যই তৈরি নয়, বরং এগুলোতে এমন দার্শনিক ও আবেগপূর্ণ বিষয়বস্তু রয়েছে যা প্রাপ্তবয়স্করাও গভীরভাবে অনুভব করতে পারেন।
অনেক ডিজিটাল আর্টিস্ট গিবলির অনুপ্রেরণায় তাদের আঁকা শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা ব্যাপক সাড়া ফেলে। এমনকি বিভিন্ন ক্যামেরা ফিল্টার এবং এআই-জেনারেটেড ইমেজও তৈরি হয়েছে, যা সাধারণ ছবিকে গিবলি-স্টাইলে রূপান্তর করে।
ওপেন এআই-এর নতুন ইমেজ জেনারেটর দিয়ে সহজেই এখন গিবলি স্টাইলের অ্যানিমেশন তৈরি করা যাচ্ছে। এআই টুল ব্যবহার করে নিজের ছবি গিবলি স্টাইলে রূপান্তর করা হচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন অনেকে। মুহূর্তেই ভাইরাল হচ্ছে। যা নিয়ে আলোচনাও বেড়েছে। বেড়েছে কৌতুহল। এমনকি ঈদ উত্সবের ছবিও গিবলি স্টাইলে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যম মাতিয়ে রেখেছেন অনেকে। বলা যায়, রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে এই স্টাইল। তাই ট্রেন্ডের সঙ্গে আপনিও মেতে উঠতে পারেন সমানতালে।