ক্যাস্টর অয়েলে মিলবে যত সমাধান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

চুল পড়, ত্বকের রুক্ষতা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ছোট বয়স থেকেই চুল পড়া শুরু হয় অনেকের। আবার আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন না নিলেও ত্বকে নানা সমস্যা দেখা যায়। এসব সমস্যা দূর করতে কত প্রসাধনীই না ব্যবহার হয়। কিন্তু জানেন কি, শুধু মাত্র ক্যাস্টর অয়েল ব্যবহার করেই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চুল পড়া এবং চুল গজানোর সমাধান রয়েছে এই ক্যাস্টর অয়েলেই। সেই সঙ্গে ত্বকের যত্নেও এই তেলের জুড়ি নেই।

আয়ুর্বেদশাস্ত্রে ক্যাস্টর গাছকে ঔষধি গুণে পরিপূর্ণ বলে মনে করা হয়। ক্যাস্টর গাছের বীজ থেকেই পাওয়া যায় ক্যাস্টর অয়েল। যা শরীরের বাত এবং কফ সংক্রান্ত সমস্যাসহ চুল ও ত্বকের সমস্যাও দূর করে।

চুলের সমস্যায় ক্যাস্টর অয়েল

চুলের খুশকি সমস্যা কমাতে এবং চুলের শুষ্কতা দূর করতে ক্যাস্টর অয়েল অনেক কার্যকর্। চুলে খুশকি থাকলেই চুল পড়া বেড়ে যায়। তাই ক্যাস্টর অয়েল এক্ষেত্রে বেশ উপকার দেয়। চুলের গোড়ায় ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে খুশকি দূর হবে। আর নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে। সেই সঙ্গে কমবে চুল পড়াও।

ত্বকের সমস্যায় ক্যাস্টর অয়েল

ত্বকে অনেক সময় সংক্রমণ হতে পারে। যা থেকে ব্রণ হয়। ত্বকে র্যাশ উঠে। ত্বকের এমন সংক্রমণ থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ক্যাস্টর অয়েল। ত্বকের আক্রান্ত স্থানে ক্যাস্টর অয়েল মেখে ম্যাসাজ করুন। কয়েকদিনের মধ্যেই সমাধান মিলবে।

পেটের সমস্যায় ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল শরীরের বিপাক ক্রিয়া উন্নতি করে। শরীরে ক্ষুধা বাড়ায়। খাবার হজমে সহায়ক হয়।৫ মিলিলিটার পানির সঙ্গে ৩ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে পান করলেই উপকার পাওয়া যাবে।

জয়েন্টের ব্যথায় ক্যাস্টর অয়েল

পায়ের ফোলা এবং হাঁটুর ব্যথা উপশমের জন্য ক্যাস্টর অয়েল বেশ কার্যকর। ক্যাস্টর অয়েল হালকা গরম করে আক্রান্ত স্থানে লাগিয়ে দেখুন। পায়ের ফোলা ভাব কমে যাবে।

কাশির সমস্যায় ক্যাস্টর অয়েল

হাঁপানি রোগের নিরামক হিসেবেও ক্যাস্টল অয়েলের সুনাম রয়েছে। এই তেলে উপস্থিত বিশেষ গুণাবলী ফুসফুসের মধ্যে জমে থাকা কফ দূর করে। ১০০ মিলিলিটার গরম পানিতে ৬ মিলিলিটার ক্যাস্টর অয়েল মিশিয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা পান করলেই কাশি ভালো হয়ে যাবে।