শীতে আপনার বাগানের শোভা বাড়াবে যেসব ফুল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সারাবছর কম বেশি ফুল ফুটলেও শীত আসলেই যেন চারপাশ রঙিন হয়ে যায়। নানান রঙের ফুলের গন্ধে চারপাশ মৌ মৌ করে চারপাশ। এসব ফুল যারা বাগান করতে ভালোবাসেন তারা তাদের বাগানে রাখতে পারেন। বাগানের সৌন্দর্য বাড়ার পাশাপাশি এসব ফুল আপনাকে মুদ্ধ করবে। আবার খুব যে পরিচর্চা করতে হয় তাও না। অল্প যত্নেই আপনাকে খুশি করবে শীতকালের ফুলগুলো।

গাঁদা
শীতের মৌসুমে গাঁদা ফুলের একটি গাছ নিজের বাগানে রোপন করতেই পারেন। মনকাড়া রঙের এই ফুল রঙে ও রূপে বৈচিত্রময়। গাঁদার সবচেয়ে যে রঙটা পরিচিত তা হলো হলুদ। এছাড়া লাল, কমলা, গাঢ় খয়েরিসহ আরও আছে লাল-হলুদের মিশ্রণ। এই ফুলের ঔষধি গুণ অনেক।

কসমস
রঙের যে এতো বৈচিত্র তার প্রকাশ পায় কসমসে। কিছুটা দেখতে গাঁদার মতো হলেও রঙের বৈচিত্রে গাঁদা থেকে অনেক বেশি সমৃদ্ধ। তবে গাঁদার মতো এতো ঘ্রাণ পাবেন না এই ফুলে। অল্প যত্নেই তর তর করে বেড়ে উঠবে আপনার বাগানে। চোখ ধাঁধানো রঙে আপনার বাগান রাঙিয়ে তুলবে। চারা কিনে এনে বা এর বীজ কোথাও থেকে সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন ছাদ বা বারান্দায়।

চন্দ্রমল্লিকা
সাদা কিংবা উজ্জ্বল হলুদ বা হালকা বেগুনি রঙের অবিরাম ফুটতে থাকা চন্দ্রমল্লিকা ফুলগুলো যে কারও চোখকে আটকে দিতে পারে। থোকা থোকা কলি এসে যখন ফুল ফুটতে থাকে, তখন মনে হবে এ যেন একটি ফুলের তোড়া। পুরো ঋতুময় তার দেখা পাওয়া যায়। এই গাছের জন্য বীজ বা চারা রোপণ করতে পারেন। তবে সরাসরি ডাল কেটে মাটিতে রোপণ করেও চারা তৈরি করতে পারেন।

ডায়ান্থাস
ছোট ফুল ফুল ডায়ান্থাস দেখতে যেমন সুন্দর তেমনি এই ফুলগুলো আপনার বাগানকে রাঙিয়ে তুলবে। তাই তো শীতের অন্যান্য ফুলের সঙ্গে রাখতে পারেন ডায়ান্থাসকেও।

পিটুনিয়া
লাল, সাদা, সাদা-নীল, রংবাহারি পিটুনিয়া ফুটে থাকলে দেখতে দারুণ লাগে। পিটুনিয়া ফুলের রং তাকে আরও আকর্ষণীয় করে তোলে। ৪০-৫০ দিনেই গাছ বেড়ে যায়। ভালোভাবে পরিচর্যা করলে ভালো ফুল পাওয়া যায়।

ডালিয়া
সাদা, কমলা, বেগুনি, হলুদ ও গাঢ় গোলাপি রঙের পাপড়িতে ঠাসা ডালিয়া সবার মাথার উপর দাঁড়িয়ে থাকে। এটি সরাসরি চারা কিনে রোপণ করতে পারেন, আবার আগের বছর রোপণ করা মিষ্টি আলুর মতো দেখতে ডালিয়ার কন্দ মাটিতে বপন করেও চারা করে নিতে পারেন।

জিনিয়া
কোনও নার্সারি থেকে জিনিয়ার চারা নিয়ে এসে বা জিনিয়ার বীজ কিনে শুরু করতে পারেন এর চাষ। সাদা, হলুদ, লাল, বাদামি, বেগুনি, কমলা রঙের এই ফুলগুলো রাখতে পারেন বাগানের যেকোনও জায়গায়।

সূর্যমুখী
সূর্যের মতো দেখতে এবং সূর্যের দিকে মুখ করে থাকা ফুলের নাম সূর্যমুখী। হলুদ রঙের এই ফুল যেমন বাগানের সৌন্দর্য বাড়ায় তেমনি এর বীজে রয়েছে ঔষধী গুণ। তাই নিজের ছাদ বাগানে লাগাতে পারেন সূর্যমুখীর বীজ। চাইলে নার্সারী থেকে চারা কিনে এনে লাগাতে পারেন।

এ ছাড়া এ সময় জারবেরা, গ্ল্যাডিওলাস, ডেইজি, দোপাটি, পুর্তলিকা, ক্যালেন্ডুলা ও মর্নিং গ্লোরির মতো ফুলও রাখতে পারেন আপনার বাগানে।