সামনেই ক্রিমসাস ডে, অর্থাত্ বড়দিনের উত্সব। মাত্র দিন কয়েক বাকি আছে। খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উত্সব ক্রিসমাস ডে। ইতোমধ্যেই টুকটাক আয়োজন শুরু হয়ে গেছে। বিশেষ ঘর সাজানোর জন্য প্রস্তুতি শুরু হয় অনেক আগ থেকেই। অনেকেই বড়দিনের উত্সবের আগেই ঘরকে নতুন করে রঙ করে নেয়। ঘরের রং বদলে নিলেই ঘর আরও সুন্দর হয়। নতুনত্ব ফুটে উঠে। তাই উত্সবে ঘরের শোভা বাড়াতে রং করার ধুম পড়ে।
ঘরের দেওয়াল রঙ করানোর পরই অন্য প্রস্তুতি শুরু হয়। তাই আগেই ঘর রং করার কাজে নেমে পড়ুন। দেওয়ালের নতুন রঙ যাতে ঘরের আভিজাত্য এবং রুচিকে ফুটিয়ে তুলতে পারে এর জন্য কিছু দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, ঘর একমাত্র শান্তির আশ্রয়। তাই এমন রঙ বাছতে হবে যার নমনীয়তা মনকে প্রশান্তি দেবে।
পোড়ামাটির রঙ
পোড়ামাটির রঙকে বাংলার ঐতিহ্যবাহী রং বলা যেতে পারে। টেরাকোটার রঙ বা শিল্পের কাজে দেওয়াল সাজানোর ট্রেন্ড আবারও ফিরে এসেছে। নতুন বছর আর বড়দিনের উত্সবকে সামনে রেখে পোড়ামাটির রং বেছে নিতে পারেন। লিভিং রুমের পুরো দেওয়ালে টেরাকোটা রং লাগিয়ে নিন। নির্দিষ্ট কোনও দেওয়ালে প্রাচীন বাংলার শিল্পকলা খোদাই করা টেরাকোটার টাইলস্ বসালেও আভিজাত্য ফুটে উঠবে। এর সঙ্গে মানানসই পর্দা, কুশন, কারপেট এবং শো পিস দিয়ে সাজিয়ে নিন।
সফট সেজ গ্রিন
ছোটো ঘরকে বড় দেখাতে সফট সেজ গ্রিন রঙ লাগিয়ে নিন। হালকা সবুজ রঙের এই শেড ইন্দ্রিয়কে শান্ত করে। এই রঙ দেওয়ালে আধুনিকতা এনে দেয়।
রিচ টিল
বর্তমান সময়ের ট্রেন্ডি রং রিচ টিল। এটি নীলের একটি শেড। যারা ঘরে নীলাভাব ছড়িয়ে দিতে চান তারা অ্যাকোয়া ব্লুর বদলে নীলচে সবুজ রিচ টিল রং লাগিয়ে নিতে পারেন। আধুনিকতা ছোঁয়ায় ঘরকে আভিজাত্যের লুক দেবে। সেই সঙ্গে ইন্দ্রিয়ের প্রশান্তিও মিলবে।
ডাস্কি ল্যাভেন্ডার
ঘরের দেওয়ালে গ্ল্যামারের স্পর্শ দিতে ডাস্কি ল্যাভেন্ডার রঙ লাগিয়ে নিন। শুধু লিভিং রুমেই নয়, এই রঙ বেডরুমের দেওয়ালেও মানাবে। ঘরের চার দেওয়ালে ডাস্কি ল্যাভেন্ডার লাগাতে পারেন। নয়তো এর সঙ্গে মানিয়ে অন্য দেওয়ালে কনট্রাস্টিং কালার হিসেবে হালকা গ্রে বা জুয়েল টোন লাগিয়ে নিতে পারেন। এর সঙ্গে হালকা রঙের পর্দা লাগিয়ে নিন।