শীতের সঙ্গী কম্বলের যত্ন নেবেন যেভাবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

শীতে আপনার যেমন কম্বল দরকার কম্বলের জন্যও আপনার যত্নের প্রয়োজন। নয়ত শীতের আরাম বেহাত হয়ে যেতে পারে। কারণ কম্বলের মধ্যে সহজেই ধূলাবালি আটকে থাকে। যার প্রভাবে শ্বাসকষ্ট সহ আরও কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। এতে ধূলাবালি আটকে থাকলে শ্বাস প্রশ্বাসের সমস্যা সহ আরও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কম্বলের যত্ন নিন বিশেষ ভাবে।

ভালো করে ঝাড়ুন
শীতের শুরুতে আলমারি থেকে কম্বল বের করে রোদে দিন। তারপর হালকা করে ঝাড়ুন। আর এই প্রক্রিয়াটা সারা মরসুম ধরে অব্যাহত রাখুন। মাঝে মধ্যেই আলো-বাতাসে মেলে দিন কম্বল।ঝুলিয়ে রেখে ভাল করে ঝাড়তে পারেন। এতে সহজেই ধুলো চলে যায়। এতে কম্বল আরও আরামদায়ক হবে।

ব্রাশের ব্যবহার
পরিষ্কার জায়গায় কম্বল বিছিয়ে নরম ব্রিসলযুক্ত ব্রাশ দিয়ে ধীরে ধীরে ব্রাশ করতে থাকুন। তা হলে কম্বলে আটকে থাকা ধুলো বেরিয়ে যাবে।

কম্বল পরিষ্কার করা
কম্বল যখন তখন কাচার দরকার নেই। তারপরও যদি কাচতে হয় তাহলে কম্বল ধুতে কখনও গরম পানি ব্যবহার করবেন না। কম্বল কাচার আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর কম্বলের জন্য নিরাপদ এমন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিন।

কম্বলের দাগ তোলা
কম্বলের দাগ তোলার জন্য সরাসরি সাবান ব্যবহার করা যাবে না। তার বদলে ঠাণ্ডা পানির সঙ্গে মাইল্ড ডিটারজেন্ট, ক্লাব সোডা মিশিয়ে  যে জায়গায় দাগ লেগেছে, সেই অংশটুকু এই মিশ্রণে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে শুকিয়ে নিন।