কোমল পানীয়ের বোতলের নিচের অংশ খাঁজকাটা যে কারণে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বাজারে নানা রকমের সফট ড্রিংকস পাওয়া যায়। এসব কোমল পানীয় জনপ্রিয়তায়ও শীর্ষে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি কোমল পানীয়ের বোতলের নিচের অংশ সমতল নয় কেন?

কোমল পানীয়ের বোতলের নিচের অংশ খাঁজকাটা নকশাকে বলা হয় করুগেশন। এই করুগেশন নকশা করা কিন্তু কারও শখে না। তার পেছনেও একটি কারণ আছে। কারণ হচ্ছে এর মধ্যে থাকা গ্যাস।  

কোমল পানীয়তে রয়েছে গ্যাস। এই গ্যাসের কারণে বোতলগুলো এইভাবে তৈরি করা হয়। কোমল পানীয় তৈরির পদ্ধতিতে দেখা যায়,  ঠাণ্ডা পানীয়ের ওপর চাপ দিয়ে গ্যাস ঢোকানো হয়। যখন গ্যাস ঢোকনো হয় তখন যদি বোতলগুলোর নিচের অংশ সমতল হতো তাহলে গ্যাস ঢোকানোর সময় সমতল বোতলগুলো ওপর আরও চাপ দেয়। ফলে বোতল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

এ ক্ষেত্রে বোতল যদি খাঁজকাটা হয় তাহলে অতিরিক্ত চাপে বোতলটির আয়তনের পরিবর্তন হয়। ফলে বোতলের সামঞ্জস্য ঠিক থাকে।

একই কারণে বোতলগুলোর নীচের অংশ উপরি ভাগের তুলনায় শক্ত করা হয়।