ফ্রিজ কেন ঠান্ডা হয় না?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:২৭ পিএম
সূত্র: সংগৃহীত

প্রতিদিনের কাজ সহজ করতে ফ্রিজ অত্যন্ত জরুরি। যেকোনো মৌসুমেই ফ্রিজের প্রয়োজন হয়। খাবার টাটকা রাখতে ফ্রিজের বিকল্প নেই। তবে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না হলে খাবারও টাটকা থাকে না। বরং কাঁচা সবজি, মাছ-মাংস, খাবার, ওষুধ সবই নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজ সঠিকভাবে ঠান্ডা হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। সাধারণত কিছু সমস্যার কারণে ফ্রিজ ঠিকভাবে ঠান্ডা হতে পারে না। এক্ষেত্রে  নিজেই একটু পরীক্ষা করে নিন।

সার্কিট ব্রেকার

রেফ্রিজারেটর প্লাগ ইন আছে কিনা খেয়াল করুন। প্লাগ ইন থেকেও যদি পাওয়ার না থাকে সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটি পরীক্ষা করুন। সেখানে সমস্যা না থাকলে পাওয়ার আউটলেট চেক করুন। আউটলেটে পাওয়ার না পেলে অন্য কোথাও প্লাগ ইন করুন। এরপরও যদি সমস্যা খুঁজে না পান তাহলে টেকনিশিয়ানকে দেখান।

গ্যাসকেট পরীক্ষা

ফ্রিজের গ্যাসকেট আলগা হলে ফ্রিজ ঠান্ডা হয় না। সাধারণত পুরোনো ফ্রিজে এই সমস্যা হয়। দরজা বন্ধ করার সময় খাঁজে একটি ভাঁজ করা কাগজের টুকরো দিয়ে ফ্রিজ বন্ধ করুন। এরপর কাগজটি টান দিয়ে বের করুন। কাগজটি যদি সহজেই বেরিয়ে আসে, তবে বুঝবেন গ্যাসকেট বদলে নিতে হবে।

বায়ুপ্রবাহে বাধা

রেফ্রিজারেটরের ভেন্ট অবরুদ্ধ থাকলে ফ্রিজার কম্পার্টমেন্ট এবং রেফ্রিজারেটরের বগির মধ্যে বায়ুপ্রবাহ ব্যাহত হয়। ফলে তাপমাত্রা এবং আর্দ্রতার সমস্যা হয়। রেফ্রিজারেটরের ম্যানুয়াল দেখে ভেন্টের প্রকৃতি এবং ব্লকিং সংক্রান্ত নির্দেশগুলো পড়ুন। বায়ুপ্রবাহে বাধা আছে কিনা বুঝতে পারবেন।

ফ্রস্ট বিল্ডআপ

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলেও ভেন্ট ব্লকেজ হয়ে যায়। এরজন্য ফ্রিজ ডিফ্রস্ট করা জরুরি। রাতে ঘুমানোর আগে ফ্রিজ ডিফ্রস্টে দিয়ে রাখুন। বরফ সম্পূর্ণ গলে যাবে। ফ্রিজ সঠিকভাবে ঠান্ডা হবে।

পরিমিত জিনিস রাখুন

ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখবেন না। বেশি জিনিস রাখলে ফ্রিজ সহজে ঠান্ডা হতে পারে না। তাই শুধু যেসব জিনিস প্রয়োজন সেগুলোই ফ্রিজে সংরক্ষণ করুন।

অন্যান্য সমস্যা

ফ্রিজের তাপমাত্রার রেগুলেটর পয়েন্টের স্থান পরিবর্তন, কনডেন্সার কয়েলে ময়লা জমা, ইভাপোরেটর ফ্যান ভেঙে গেলেও ফ্রিজ ঠান্ডা হয় না। তাই দক্ষ কাউকে দিয়ে এসব পরীক্ষা করে নিন।