দৈনন্দিন জীবনে কাপড় ধোয়া বা কাপড় কাঁচা একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিদিনই কাপড় কাঁচতে হয়। আর সেই কাপড় কাঁচতে গিয়ে শ্রম ও সময় দুটিই ব্যয় হয়। ফলে অনেকেই শ্রম ও সময় উভয়ই বাঁচাতে ভরসা রাখেন ওয়াশিং মেশিনে। এটি আসার সঙ্গে সঙ্গে জীবন অনেকটা সহজ হয়ে উঠে। কাজ ও গঠনের ভিত্তিতে ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের হয়।
তবে ওয়াশিং মেশিন যেমনই হোক না কেন, এর ব্যবহার বিধি জানতে হবে। নয়তো ভুল ব্যবহারে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে রাখুন, ওয়াশিং মেশিন ব্যবহারে যেসব ভুল করা যাবে না-
ওয়াশিং মেশিন সমতল জায়গায় রাখা উচিত। অসমান জায়গায় রাখলে মেশিন চলার সময় নমনীয় হতে শুরু করে। যার কারণে মেশিনের বডি ড্যামেজ হতে থাকে।
ডিটারজেন্ট বেশি দিলেই কাপড় বেশি পরিষ্কার হয় ভেবে অনেকেই বেশি বেশি ডিজারজেন্ট দেন। এটা ঠিক না। আপনি যখন বেশি ডিটারজেন্ট দেন এবং যে পরিমাণ পানি দেন সেই পানি দিয়ে পুরো ডিটারজেন্ট ভালো করে পরিষ্কার হয় না। অতিরিক্ত ডিটারজেন্ট মেশিনে জমা হয়, ধীরে ধীরে মোটর জ্যাম হয়ে যায়।
অনেকেই আছেন কাপড় ধোয়ার পর দীর্ঘসময় কাপড় মেশিনে রেখে দেন। এতে মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
মেশিনে কাপড় দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে দেওয়া উচিত কাপড়ে শক্ত কোনো কিছু আছে কি না। অনেকেই এটা করে না। যদি শক্ত কোনো কিছু থাকে যেমন, পিন বা পয়সা তাহলে মেশিন ক্ষতিগ্রস্ত হয়।
ওয়াশিং মেশিন ব্যবহারের আগে নিয়মাবলী ভালো করে জেনে নিন। ভালোভাবে জেনে তারপর ব্যবহার করাই উত্তম।