আইলাইনার লাগান সহজে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৩:১৫ পিএম

সাজতে পছন্দ করেন না, এমন নারী খুঁজে পাওয়া দায়। কোথাও বের হলেই চোখে কাজল আর ঠোঁটে থাকে লিপস্টিক। চোখে আইলাইনার দিতেও নারীরা বেশ পছন্দ করেন। চিকন কিংবা চওড়া-মোটা করে আইলাইনারের তুলিতে চোখকে আকর্ষণীয় করে নেন।

আইলাইনার লাগানো মানে চোখের ওপরে বা নিচে কাজল কালো রঙের তরল প্রলেপ দেওয়া। কিছুক্ষণের মধ্যেই যা জমাট বেঁধে গাঢ়ভাবে বসে যায়। যদিও এখন রংরঙের আইলাইনার বাজারে পাওয়া যায়। ম্যাচিং আইলাইনার চোখের বর্ডার লাইনে লাগিয়ে নিলেই চোখ আকর্ষণীয় হয়ে ওঠে কয়েক গুণ।

চোখের কমপ্লিট মেকআপের জন্য কাজল, মাশকারার পাশাপাশি আইলাইনার খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আইলাইনার না লাগালে অনেক সময় মনে হয় মেকআপ যেন সম্পূর্ণ হলো না!

সুন্দরভাবে চোখে আইলাইনার লাগানো কিন্তু বেশ কষ্টকর। হাতের কাঁপুনিতে সাধ করে সুন্দরভাবে আইলাইনার লাগাতে পারেন না অনেকেই। এই সমস্যা সমাধান হলেই আপনার সাজ হবে পারফেক্ট। কিছু কৌশলে সঠিকভাবে চোখে আইলাইনার বসিয়ে নিন। হাত কাপলেও আইলাইনার বাঁকা হবে না।

  • বেশির ভাগ সময় আই মেকআপ আমরা আয়নার কাছে দাঁড়িয়ে করি।  দাঁড়িয়ে থেকে আইলাইনার লাগানো হলে হাতে কাঁপুনি বেড়ে যায়। তাই বসেই আইলাইনার লাগান। টেবিলে একটি ছোট আয়না সেট করে চেয়ারে বসে কনুই দিয়ে টেবিলে সাপোর্ট দিন এবং আপনার হাতের কবজিকে স্থির করার চেষ্টা করুন। এবার হাতের পাতাটি চিবুকে সাপোর্ট দিয়ে আইলাইনার লাগিয়ে নিন। হাত কাঁপবে না।
  • চামচের সাহায্যে আইলাইনার লাগিয়ে নিতে পারেন। চোখের বাইরের কোণ থেকে একটি উইং আঁকুন। আইলাইনার লাগানোর ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠিন কাজ। দুই চোখেই উইং আঁকা হলে চামচটি ওপর থেকে উল্টে নিয়ে বাঁকা অংশটি চোখের ওপর রেখে আইলাইনার লাগিয়ে নিন। সুন্দরভাবে বসে যাবে।
  • ফ্ল্যাগ স্টিকারের সাহায্যে পারফেক্টলি আইলাইনার এঁকে নিতে পারবেন। দুটি স্টিকার নিয়ে চোখের আপার আইল্যাশের একটু অংশ ছেড়ে লাগিয়ে নিন। এরপর আপার আই ল্যাশের ফাঁকা অংশে নিশ্চিন্তে আইলাইনার অ্যাপ্লাই করুন। আইলাইনার শুকিয়ে গেলে স্টিকার দুটি চোখ থেকে খুলে নিন। দুই চোখেই সমানভাবে বসবে আইলাইনার।
  • পারফেক্ট উইং আঁকতেও সমস্যা হচ্ছে? সেলোটেপের একটি ছোট টুকরো সামান্য বেঁকিয়ে লাগিয়ে নিন। যেখানে উইং আঁকবেন, সেই অংশটি ফাঁকা রাখুন। তারপর ফাঁকা অংশে উইং এঁকে নিন। হাত কাঁপলেও উইং থেবড়ে যাবে না। উইং আঁকার পর চোখের বাকি অংশে আইলাইনার লাগিয়ে নিন।
  • আই ল্যাশ কার্লার দিয়েও সুন্দরভাবে আইলাইনার অ্যাপ্লাই করা যাবে। লিকুইড লাইনার কার্লারের বাঁকানো অংশে লাগিয়ে চোখে প্রেস করুন। ইঙ্ক  স্ট্যাম্পের মতো চোখে লাইনারের ছাপ পড়বে। হাত কাঁপার একেবারেই চিন্তা করতে হবে না। এই পদ্ধতিতে লিকুইড লাইনারই ব্যবহার করতে পারবেন।
  • যারা একেবারেই নতুন বা কোনোভাবেই আইলাইনার সুন্দরভাবে লাগাতে পারছেন না তারা লিকুইড লাইনার ব্যবহার না করে পেনসিল লাইনার ব্যবহার করুন। হাতের ব্যালেন্স ঠিক থাকবে।