জায়ান্ত কুমড়োর পর এবার বিশাল আয়তনের আলুর সন্ধান পাওয়া গেল। নিউজিল্যান্ডের এক জমিতে ফলন হয়েছে বিশাকৃতির এই আলুর। যার ওজন প্রায় ৮ কেজি। এটি বিশ্বের সবচেয়ে বড় আলু বলে দাবি করছেন জমির মালিকের।
জি নিউজ জানায়, নিউজিল্যান্ডের হ্যামিলটনের বাসিন্দা কৃষক দম্পতি কলিন ও ডোনা ক্রেইগ-ব্রাউন। নিজেদের খামারে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন। নিউজিল্যান্ডের এই কৃষক দম্পতি জমিতে ফসল তুলতে গিয়ে এই বিপুলায়তন আলুর সন্ধান পান। যা দেখে রীতিমতো শোরগোল শুরু করেন তারা।
ডোনা ক্রেইগ বলেন, "মাটি খুঁড়ে আনাজ তুলছিলাম। হঠাৎই কলিনের কোদাল বড় কিছু একটায় গিয়ে আটকে যায়। মাটি খুঁড়ে বস্তুটি তোলার পর দেখি বৃহদকারের এক আলু! ওটা দেখে আমরা শুরুতে বিশ্বাসই করতে পারিনি যে এটা আলু! দেখতে আঁকাবাঁকা, কদাকার, বিশাল। খামারের গ্যারেজে এনে ওজন করে দেখি, আলুটির ওজন ৭.৯ কেজি।"
কলিন ও ডোনা ক্রেইগ-ব্রাউন দম্পতির দাবি, এই আলু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় আলুর স্বীকৃতি পেতে পারে।
ডোনা ক্রেইগ জানান,বড় আকারের আলুটির সর্বোচ্চ ওজনের স্বীকৃতি পেতে গিনেস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। গিনেস কর্তৃপক্ষ এখনো কোনও সিদ্ধান্ত জানায়নি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তথ্য বর্তমানে অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় আলুটির ওজন ৫ কেজিরও কম।