সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে যেভাবে বুঝবেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত

দাম্পত্য সম্পর্কে উত্থান-পতন থাকবে এইটাই স্বাভাবিক। কখনো কখনো সম্পর্কের মধুরতা বাড়ানোর জন্যও কিছুটা দূরত্বের প্রয়োজন হয়। সে দূরত্ব হয় সাময়িক। নানান কারণে দ্বন্দ্ব হবে আবার সব মিটমাট হয়ে আগের মধুরতায় ফিরে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু দুজনের মধ্যে খারাপ সময় যদি বেশি যায়, ভালো সময় এক সঙ্গে কম থাকা হয় তাহলে সেই সম্পর্ক নিয়ে ভাবতে হবে। সম্পর্কে দূরত্ব বেড়ে যাচ্ছে কি না, সেটা খেয়াল করতে হবে।  

নানা কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে। কিছু সময় পর সব আবার আগের মতো হয়ে যায় এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয় যদি এমন হয় দিনের পর দিন কথা বন্ধ কিংবা কেউই কারও সঙ্গে কথা বলার আগ্রহ পান না তখন বুঝতে হবে সম্পর্কে দূরত্ব বাড়ছে।

যদি এমন হয় দুজনের দেখা হচ্ছে কম, হলেও একসঙ্গে বসে চা খাওয়া বা সিনেমা দেখা হয়ে উঠছে না নিজেদের গল্প বলা হচ্ছে না তখন নিজেদের সম্পর্কের খোঁজ নেন। এমন নয়তো দিনে দিনে নিজেদের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলছেন। যদি আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী না হয় তাহলে বুঝতে হবে এরই মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে।

এমন হয়তো হয়েছে আপনার সঙ্গী আপনার হাসি দেখেই আপনার প্রেমে পড়েছিল। সেই প্রেমই এতো দূর আপনাদের সম্পর্ককে নিয়ে এসেছে। কিন্তু সেই হাসি হারিয়ে গেছে। হয়তো আছে কিন্তু আপনার কথায় বা আপনার সঙ্গে কাটানো সময়ে তার দেখা পাওয়া যায় না। কিংবা আপনার সব কথাতেই তিনি বিরক্ত হচ্ছেন তাহলে নিজেদের মধ্যে দূরত্ব কীভাবে কমাবেন সেটা ভাবেন।

যদি এমন হয় আপনি যা করছেন তাতেই আপনার সঙ্গী দোষ খুঁজে পায়। সেটাকে কেন্দ্র করে অনেক সময় ধরে আপনাকে দোষারোপ চলে তাহলে বুঝবেন সম্পর্কের মধুরতা হারিয়েছে।