ওয়াসার গত তিন বছরের ১০টি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার নবম ও দশম গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি ও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত তিন বছরে প্রকাশিত ১০টি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই চূড়ান্ত করা হয়েছিল।

যেসব পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে, সেগুলো হলো সহকারী প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, গবেষণা সহকারী, হিসাবরক্ষক, অডিটর ও সহকারী রাজস্ব কর্মকর্তা, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক), সহকারী সচিব, উপসহকারী প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা, সিস্টেম ম্যানেজার, নার্স/মেডিকেল অ্যাটেনডেন্ট চিফ কমার্শিয়াল অফিসার, চিফ মিডিয়া অফিসার, মিডিয়া অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও হিসাবরক্ষক।

নিয়োগবিধি না মেনে এসব পদে বিগত সরকারের দলীয় লোকজন নিয়োগ দেওয়ার অভিযোগে এসব নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে। ওয়াসা বলছে, যাচাই-বাছাইয়ের পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এসব পদের জন্য।

ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ চিফ মিডিয়া অফিসার ও মিডিয়া অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য ২০২৩ সালের ১ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আবেদনের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। চিফ মিডিয়া অফিসার পদে বেতন ছিল ১ লাখ টাকা এবং মিডিয়া অফিসার পদে বেতন ছিল ৫০ হাজার টাকা।

সহকারী প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, গবেষণা সহকারী, হিসাবরক্ষক, অডিটর ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০২৩ সালের ৭ মে, সহকারী সচিব নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর, উপসহকারী প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর, স্বাস্থ্য কর্মকর্তা ও সিস্টেম ম্যানেজার পদের নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০২২ সালের ২৬ ডিসেম্বর, নার্স/মেডিকেল অ্যাটেনডেন্ট পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২২ সালের ১৬ মে। এ পদগুলো ছিল সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি।

চুক্তিভিত্তিক নিয়োগের জন্য চিফ কমার্শিয়াল অফিসার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এ বছরের ৩ জুন, হিসাবরক্ষণ কর্মকর্তা ও হিসাবরক্ষক পদে নিয়োগে এ বছরের ৩০ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

এই ১০টি নিয়োগ কার্যক্রম বাতিল–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত এসব নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলিতে ‘নিয়োগ বিজ্ঞপ্তি যেকোনো সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন’ মর্মে উল্লেখ রয়েছে। এসব দিক বিবেচনা করে পরিবর্তী সময় পরিস্থিতিতে ওই সব নিয়োগ বিজ্ঞপ্তির গৃহীত সব কার্যক্রম জনস্বার্থে বাতিল করা হলো।