জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারীদের সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এই মার্কিন পুরস্কারের নাম ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’।
বুধবার (২ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
সোমবার (৩১ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র ট্যামি ব্রুস।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক।
ট্যামি ব্রুস বলেন, “বুধবার ১৯তম বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত থাকবেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সারাবিশ্বের আটজন নারীকে ম্যাডেলনিন অলব্রাইট অনারেরি গ্রুপ পুরস্কার দেওয়া হবে। ২০০৭ সাল থেকে ৯০টি দেশের ২০০ নারীকে পুরস্কৃত করা হয়েছে।”
ট্যামি ব্রুস আরও বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইডব্লিউওসি পুরস্কার – যা আমরা বলি – বিশ্বজুড়ে সেইসব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। তাদের প্রচেষ্টার ফলে তারা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন।”