নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১০:২৩ এএম

মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্য সফরে গেলে গ্রেপ্তার হতে পারেন। এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে  শুক্রবার (২২ নভেম্বর) এমন ইঙ্গিত দেওয়া হলো। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র কেয়ার স্টেরমারের মুখপাত্র বলেন, “আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে ,এটি সব সময় তা মেনে চলবে।”

আইসিসির মোট সদস্য রাষ্ট্র হলো ১২৪টি দেশ। যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। 

এর আগে আইসিসি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তারা কখনোই যুক্তরাজ্য সফর করেননি।

এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও জানিয়েছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)। এর নিন্দা জানিয়ে নেতানিয়াহু বলছেন, এই পরোয়ানা আইসিসির ইসরায়েলবিরোধী পদক্ষেপ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করেছে।