মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একটি পণ্যবাহী ট্রাকের চাপায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩জন।
বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় শনিবার মেক্সিকো সিটি ও পুয়েব্লা রাজ্যের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি টোল বুথ ও আরও ছয়টি যাত্রীবাহী গাড়ির ওপর উঠে যায়।
এসময় ট্রাকচাপা গাড়িগুলোতে থাকা ১৯ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। মেক্সিকোর সড়ক ও সেতু মন্ত্রনালয়ে এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।
সামাজিক মাধ্যমের ভিডিওতে দুর্ঘটনার পর সড়কের ওপর যানবাহনগুলোর সঙ্গে টোল বুথটিও সম্পূর্ণরূপে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। বিধ্বস্ত যানবাহনগুলোকে সড়ক থেকে সরাতে কাজ করছে কর্তৃপক্ষ।