নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ১৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৯:৫৯ এএম

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে নির্মাণাধীন বহুতল ভবন ধসে অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ির বরাত দিয়ে আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ধসে পড়া ভবনটি থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সংখ্যা ১৫। ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি উদ্ধারকর্মীরা। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির নির্মাণাধীন কোম্পানি অনুমোদন ছাড়াই অতিরিক্ত ৬ তলা বেশি নির্মাণ করা হয়েছে। এটাই দুর্ঘটনার মূল কারণ।

লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোবলাহান ওকি জানান, ভবনটি ১৫তলা নির্মাণের অনুমতি নিয়ে ২১ তলা করা হয়। সেই সঙ্গে নির্মাণে ব্যবহৃত সরঞ্জামও মানসম্মত ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাসবহুল আবাসিক কাঠামো ভেঙে ফেলার পরে, শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এখনও ১০০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এদিকে হাসপাতালসহ জরুরি পরিষেবাগুলো সক্রিয় থেকে উদ্ধার তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি।

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশ নাইজেরিয়া। এখানে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের ক্ষেত্রে নীতিমালাও খুব কমই মানা হয়। এছাড়া ভেজাল ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণ করা হয় বলে প্রায়ই অভিযোগ পাওয়া যায়।

ধসে পড়া এই ভবনটি দেশটির প্রাইভেট ডেভেলপার ফোরস্কোর হোমস দ্বারা নির্মিত হয়। প্রতিষ্ঠানটি গ্রাহকদের সুস্থ জীবনধারা নিশ্চিতে একটি সুগঠিত বহুতল ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ভবনটির সবচেয়ে সস্তা ইউনিটটি ১.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।