নাইজেরিয়ার অর্থনৈতিক অঞ্চল লাগোসের বাণিজ্যিক এলাকায় একটি ২০ তলা ভবন ধসে পড়েছে। রয়টার্স জানায়, এতে অন্তত ছয়জন মারা গেছে।
সোমবার বিকেলে ইকোই শহরের জেরাল্ড রোডে ভবনটি ধসে পড়ে। তবে ধসে পড়া ভবনে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
সিএনএন জানায়, লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি মঙ্গলবার ফেসবুক পোস্টে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কতজন নিখোঁজ রয়েছে, তা জানা যায়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে একাধিক সংস্থা।
স্থানীয়রা জানান, ধসে পড়া ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ চলছিল। দুই বছর ধরে এই ভবনটি নির্মাণাধীন ছিল।
সোমবার বিকেল তিনটার দিকে ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। অনেকেই একে ভূমিকম্প মনে করে আতঙ্কিত হয়ে পড়েন।
নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে প্রায় দুই কোটি মানুষের বসবাস। ২০১৯ সালেও এখানে দুটি ভবন ধসে অনেকে হতাহত হয়।