‘ভ্যাক্স’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করেছেন অক্সফোর্ড ইংরেজি অভিধানের গ্রন্থনাকারীরা।
বিবিসি জানায়, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ভ্যাকসিন বা ‘ভ্যাক্স’ শব্দটি বেশি ব্যবহৃত হয়। দুই ডোজ টিকা নেওয়াকে ‘ডাবল-ভ্যাক্সড’ বলা হয়। সেই সঙ্গে টিকা না নেওয়াকে বলা হয় ‘আনভ্যাক্সড’। শুধু তাই নয়, টিকাবিরোধীদের বলা হয় ‘অ্যান্টি ভ্যাক্সার’। ভ্যাক্স শব্দটি এই বছর বিভিন্ন ক্ষেত্রে বহুল প্রচলিত হয়। তাই ভ্যাক্স’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শব্দ) ঘোষণা করা হয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেন, "চলতি বছর ‘ভ্যাক্স’ শব্দটি বেছে নেওয়ার পেছনে সুস্পষ্ট কারণও রয়েছে। বছরজুড়ে এ শব্দের প্রভাবই সবচেয়ে বেশি ছিল। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারও ছিল বেশি।"
ফিওনা ম্যাকফারসন আরও বলেন, " 'ভ্যাক্স' শব্দটি নতুন নয়। গত শতকের আশির দশকের এই শব্দটির প্রথম উদ্ভব হয়। তবে চলতি বছর এর ব্যবহার সবচেয়ে বেশি হয়। যা এর আগে কখনও হয়নি।"
‘ভ্যাক্স’ শব্দটির গ্রহণযোগ্য বানানের বিষয়টি নিয়েও কথা বলেন জ্যেষ্ঠ এই সম্পাদক। ফিওনা ম্যাকফারসন বলেন, "‘ভ্যাক্স’-বানানের ক্ষেত্রে ভিএএক্স এবং ভিএএক্সএক্স দুটি বানানই গ্রহণযোগ্য। তবে ভিএএক্স বানানটির ব্যবহার বেশি হওয়ায় এটাই সর্বজনীন বলে ধরে নেওয়া হয়েছে।"
ফিওনা ম্যাকফারসন আরও বলেন, "যখন শব্দটির সঙ্গে ভ্যাক্সি, ভ্যাক্সাথম, ভ্যাক্সিনিসতার মতো বাড়তি কিছু যোগ করবেন, তখন এটা আরো স্পষ্ট করবে যে ভ্যাক্সই আসল শব্দ।"
অভিধানবিদরা বলেন, গতবছর অক্সফোর্ড ডিকশনারি কোনো একক শব্দকে ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা না দিলেও কলিন্সের হিসাবে ওয়ার্ড অব দ্য ইয়ার ছিল লকডাউন।