সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী মিছিলে নিহত ৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৫:৫৬ পিএম

সামরিক দল সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর সুদানে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার বিক্ষোভে গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী।

এসময় রাজধানী খার্তুমে নিরাপত্তা বাহিনী তিনজন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। বিবিসি জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী গুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও অন্তত ১০০জন আহত হওয়ার দাবি করছে বিক্ষোভকারীরা।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী আবদালাহ হামদককে ক্ষমতাচ্যুত করে সুদানের নিয়ন্ত্রণ নেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান। বেসামরিক সরকার ভেঙে দিয়ে রাজনৈতিক নেতাদের বন্দি করে সামরিক বাহিনী। দেশজুড়ে জারি হয় জরুরি অবস্থা।

এর প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রী আবদালাহ হামদককে ক্ষমতায় আনার দাবিতে রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন প্রান্তে শনিবার বিক্ষোভে যোগ দেন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা সুদানের পতাকা হাতে নিয়ে সামরিক শাসনের অবসানের দাবিতে শ্লোগান দেন। এছাড়াও অভ্যুত্থানের নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ।