ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর আল জাজিরার।
এ বিষয়ে বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, “শনিবার (৩০ অক্টোবর) বিমানবন্দরের প্রবেশ দ্বারের বাইরে ছোট একটি ট্রাকে এই বিস্ফোরণটি হয়েছে।”
এদিকে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।”
এর আগে চলতি মাসের শুরুতে শহরের গভর্নরের গাড়ি বহর লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গভর্নর।
অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়।