লেবাননে তেল শোধনাগারে আগুন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০২:১৩ পিএম

বৈরুত বিস্ফোরণের এক বছর পর আবারও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল লেবাননবাসী। আল-জাজিরা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের জহরানি তেল স্থাপনায় জ্বালানি সংরক্ষণের একটি ট্যাঙ্ক থেকে আগুন ছড়িয়ে পড়েছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র আল জাজিরাকে জানান, তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কে বেনজিন গ্যাস রয়েছে। সোমবার ব্যাপক শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়।

স্থানীয় আল জাদেদ টেলিভিশন চ্যানেলের বরাতে এই খবর প্রকাশ করে আল-জাজিরা। সেনাবাহিনী জানায়, আগুন অন্য ট্যাঙ্কগুলোতে পৌঁছানোর আগেই নেভানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

গত মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, জহরানি তেল শোধনাগারে বিপজ্জনক রাসায়নিক পদার্থের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। এরপর সেপ্টেম্বরের শেষ দিকে ইরাক থেকে একটি জাহাজ জহরানি তেল স্থাপনায় ১৬ হাজার টন তেল নিয়ে আসে। বৈরুত ও বাগদাদের জ্বালানী চুক্তির প্রথম চালান ছিল এটি।

২০২০ সালের অক্টোবরে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হয় রাজধানীর একাংশ। এতে ২১৮ জনের মৃত্যু হয়। আহত হয় হাজার হাজার মানুষ।