পশ্চিমবঙ্গের পর তৃণমূলের লক্ষ্য গোয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৬:১২ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাতের পর এবার গোয়াতেও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি গোয়া সফরে গিয়ে সেখানের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা।

এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতেই বিজেপির বিরুদ্ধে অন্যান্য রাজ্যে লড়াইয়ের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, যে রাজ্যে “পা রাখব সেই রাজ্য দখল করব।” 

২০২২ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইকে সামনে রেখে তাই আগেভাগেই নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।

গোয়ার অনেক রাজনৈতিক নেতারাও অভিষেকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। এছাড়াও গায়ক লাকি আলি ও অভিনেত্রী নাফিসা আলির সঙ্গেও দেখা করেন ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের দাবি গোয়াতে এখন বিজেপিবিরোধী হাওয়া বইছে। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আধিপত্য বাড়াতে এই রাজ্যই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য।
 
এছাড়াও ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর ত্রিপুরা আর মেঘালয়েও রাজনৈতিক কার্যক্রম জোরদার করেছে দলটি।