যৌথভাবে রসায়নে নোবেল পেলেন জার্মান ও মার্কিন বিজ্ঞানী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:৫৯ পিএম

এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেনিয়ামিন লিস্ট এবং মার্কিন বিজ্ঞানী ডেভিড ম্যাকমিলান।

বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে র‌য়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন দুই বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে ১ কোটি ক্রোনার সমমূল্যের অর্থ তারা ভাগাভাগি করে নেবেন।

নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধশিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছেন ওই দুই বিজ্ঞানী। তারই স্বীকৃতিতে এ বছর রসায়নশাস্ত্রের নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী।

এর আগে জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কারের জন্য ২০২০ সালে যৌথভাবে রসায়নে নোবেল জিতে নেন দুই নারী বিজ্ঞানী। তারা হলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডৌডানা।