বিধানসভা নির্বাচনে জয় পেলেও নিজ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় বিজেপির বিরুদ্ধে ভোট জালিয়াতিসহ নানা ষড়যন্ত্রের অভিযোগ করে তৃণমূল।
এবার উপনির্বাচনে ভবানীপুর আসনে বিজেপিকে উড়িয়ে দিয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিলেন মমতা। একইসঙ্গে জানিয়ে দিলেন, “নন্দীগ্রামে চক্রান্ত হয়েছিল। তবে ভবানীপুর তার জবাব দিয়েছে।”
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ভোটের ফল প্রকাশের পরই নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই মন্তব্য করেন মমতা। তবে একইসঙ্গে তিনি আরও জানান, নন্দীগ্রামের ঘটনা এখনও বিচারাধীন, তাই এসব নিয়ে কথা বলতে চান না তিনি।
তবে পশ্চিমবঙ্গ কি চায় তা ভবানীপুরবাসী স্পষ্ট করে দিয়েছে বলে দাবি করছেন মমতা। এছাড়াও নির্বাচনে জিতে ভবানীপুরের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি বলেন, “মহামারি ও বৃষ্টির মাঝে মানুষ যে ভাবে ভোট দিয়েছেন। তাতে আমি কৃতজ্ঞ।”
রোববার (৩ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারিয়েছেন তিনি।
ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। এর আগে ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়ঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।
এর আগে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। তবে দল জিতলেও নন্দীগ্রাম আসনে হেরে যান মমতা। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ছয় মাসের মধ্যে কোনো আসনে উপনির্বাচনে জয় পেতে হত তাকে।
সেকারণেই ভবানীপুরের ভোটের ফলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।