প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন কাতারবাসী। শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচন। আল-জাজিরা জানায়, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
জনগণের ভোটে ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। ৩০ আসনের জন্য প্রার্থী ২৮৪ জন। বাকি ১৫ আসনে মনোনয়ন দেবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এবারের নির্বাচনে নারী প্রার্থী ২৮ জন।
এছাড়া আইনসভায় নারী-পুরুষ সদস্যদের ভারসাম্য রক্ষায় বাকি ১৫টি আসনেও কাতারের আমির বেশ কয়েকজন নারীকে নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে। ভোট গ্রহণ শেষে শনিবারই ফল ঘোষণা হতে পারে।
রাষ্ট্রের নীতিনির্ধারণ আর বাজেট বাস্তবায়নের ক্ষমতা থাকবে নবগঠিত পরিষদের সদস্যদের হাতে। এছাড়া প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি আর বিনিয়োগ নীতিনির্ধারণেও ভূমিকা রাখবেন নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা।
কুয়েতের পর সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় দেশ হিসেবে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কাতার। ১৯৩০ সালের আগে যেসব নাগরিক কাতারে স্থায়ীভাবে বসবাস করতেন তারাই এবার ভোট দিতে পারবেন।