পাঞ্জাব সভাপতি সিধুর পদত্যাগে বিপাকে কংগ্রেস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৪২ পিএম

পাঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও রাজনীতিবিদ নাভজোত সিং সিধু। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পদত্যাগপত্রে সিধু জানান, পাঞ্জাবের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের সঙ্গে আপস করতে পারবেন না তিনি।

কীভাবে তাকে পাঞ্জাবের ভবিষ্যৎ কিংবা জনগণের কল্যাণের ব্যাপারে আপস করতে হতো সে ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলেননি সিধু। তবে বিধানসভা নির্বাচনের আগে তার এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে কংগ্রেস। যদিও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি সভানেত্রী সোনিয়া গান্ধী।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হটাতে জোর প্রস্তুতি নিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আকালি দলও তৎপরতা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সিধুর পদত্যাগের সিদ্ধান্ত একদিকে কংগ্রেসকে বিপর্যয়ের মুখে ফেলেছে। আর অন্যদিকে বিরোধীদের আধিপত্য বাড়ানোর সুযোগ করে দিয়েছে।

কয়েক আগেই সিধুকে দলটির পাঞ্জাব রাজ্যের সভাপতি করা হয়। এরপর সিধুসহ অন্যান্য বিধায়কের দাবির প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-কে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস নেতারা। 

পরে অমরিন্দর নিজেই ইস্তফা দেন। এরপর নাভজোত সিং সিধুর ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়। তবে মন্ত্রিসভার অমরিন্দরের সমর্থক অন্য সদস্যদের নিয়েও সিধুর আপত্তি রয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার কারণেও তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস কীভাবে নির্বাচনে বিপর্যয় এড়ায় সেটিই দেখার বিষয়।