৪ অপহরণকারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিল তালেবান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:২৩ এএম

আফগানিস্তানে বন্দুকযুদ্ধে চার অপহরণকারীকে মেরে ক্রেনে তাদের লাশ জনগণের সামনে ঝুলিয়ে দেয় তালেবান।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভি শের আহমেদ মুহাজি।

মৌলভি শের আহমেদ মুহাজির জানান, ইসলামি আমিরাত আফগানিস্তানে অপহরণের মতো ঘটনা সহ্য করা হবে না। মানুষদের এই শিক্ষা দিতে চারজনের লাশ জনসমাগমে প্রদর্শন করা হয়েছে।

হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মুহাজি এ বিষয়ে একটি ভিডিও ক্লিপে বিবৃতি বার্তা সংস্থা এএফপির কাছে দিয়েছেন।

ভিডিও ক্লিপে মুহাজির বলেন, “শনিবার সকালে এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানতে পারে নিরাপত্তা বাহিনী। অপহরণের বিষয়টি জানান পর পুলিশ শহরের বাইরের রাস্তাগুলো বন্ধ করে দেয়। একটি চেকপয়েন্টে অপহরণকারীদের আটক করে তালেবান যোদ্ধারা। এ সময় গোলাগুলি হয়।”

মুহাজির বলেন, “গোলাগুলিতে আমাদের একজন মুজাহিদীন আহত হন এবং নিহত হন চার অপহরণকারী। আমরা ইসলামি আমিরাত। কেউ আমাদের জাতির ক্ষতি করতে পারবে না। এখানে কাউকে অপহরণ করা যাবে না।”