নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০, নিখোঁজ ৬০

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০১:৫৭ পিএম

আফ্রিকার দেশ নাইজেরিয়ার আনামব্রা রাজ্যে শুক্রবার (৭ অক্টোবর) নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ১০ জন। রয়টার্স জানায়, ৮৫ যাত্রীসহ উল্টে যাওয়া নৌকাটির ৬০ জন এখনো নিখোঁজ।

ভয়াবহ বন্যাকবলিত অঞ্চলটিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুর। শনিবার (৮ অক্টোবর) পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকাজে যুক্ত হয়েছে নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি ইউনিট।

নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইঞ্জিন চালু হওয়ার কিছু পরেই শক্তিশালী ঢেউয়ের তোড়ে উল্টে যায় নৌকাটি।

দেশটির স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে বলেন, “নৌকাটি স্থানীয়ভাবে নির্মিত ছিল। শতাধিক মানুষ পরিবহনে সক্ষম হলেও ইঞ্জিন বিকল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।”

এ বছর নাইজেরিয়ার ৩৬টি অঞ্চলের ২৯টিই ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি আর মাঠের পর মাঠ ফসল। বন্যায় আটকা পড়েছেন প্রায় ৫ লাখ মানুষ।