ক্রিমিয়া উপত্যকার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ সড়ক ক্রিমিয়া সেতুটির একাংশ ধসে গেছে বিস্ফোরণে। বিবিসি জানায়, শনিবার (৮ অক্টোবর) সড়কে থাকা একটি গাড়ির বিস্ফোরণে ধসে যায় সেতুটির সড়কপথ এবং আগুন লাগে রেলপথের এক তেলবাহী ট্রেনে। ফলে সম্পূর্ণ অচল হয়ে গেছে ১৯ কিলোমিটারের এই সেতু।
২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া কেড়ে নিয়ে সংযুক্ত করে রাশিয়া। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী ক্রেচ প্রণালিতে নির্মিত ক্রেচ সেতুটি দিয়ে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পরিবহন করে রাশিয়া।
রাশিয়া এ ঘটনাকে ‘অসুস্থ পোড়া’ বলে ঘোষণা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এই ধ্বংসকে ‘সবে শুরু’ বলে উল্লেখ করেছেন। তবে এ ঘটনার দায় ইউক্রেন এখনো নেয়নি।
এক টুইট বার্তায় তিনি বলেন, “অবৈধ সবকিছু ধ্বংস করা হবে। ইউক্রেন থেকে চুরি করা সবকিছু ফিরিয়ে দিতে হবে। রাশিয়ার দখল করা সবকিছু মুক্ত করতে হবে।”
ক্রেচ সেতুটি ২০১৮ সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।