গ্রিস উপকূলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড।
এএফপি জানায়, মধ্য এজিয়ান সাগরের গ্রিস দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। তুরস্কের পেলোপনিস উপদ্বীপের দক্ষিণে ডুবেছে আরও একটি নৌকা। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গ্রিসের কোস্টগার্ডের মুখপাত্র নিকস কোকলাস বলেছেন, লেসবসে ডুবে যাওয়া একটি নৌকায় ৪০ জন আরোহী ছিলেন। ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ জনের খোঁজ মিলছে না।
অর্থনৈতিক সংকটে পড়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনিদের মধ্যে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা ব্যাপকভাবে বেড়েছে। ফলে এই পথে যাত্রা করা অভিবাসীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। এর আগে সেপ্টেম্বর মাসে দুটি পৃথক ঘটনায় নৌকাডুবে মারা গেছেন ৪০ জন।