মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৯:১৬ পিএম

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। আল-জাজিরা জানায়, মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ শুক্রবার তার নিয়োগ চূড়ান্ত করেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা আর গ্রহণযোগ্যতার অভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন। শনিবার তার স্থলাভিষিক্ত হলেন সাবরি।

মুহিউদ্দিন ইয়াসিনের ১৭ মাসের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তার রাজনৈতিক ক্যারিয়ারে তেমন কোনো বড় সফলতা নেই। তাই মালয়েশিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) শীর্ষস্থানীয় এই রাজনীতিবিদ কতটুকু সফল হবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর ২২২ আসনের সংসদে ১১৪ জনের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় অর্জন করেন সাবরি। শুক্রবার ৯ রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তাকে প্রধানমন্ত্রীর ঘোষণা করেন সুলতান আবদুল্লাহ আহমদ শাহ।