ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধানকে আটক করেছে রুশ সেনারা। বিবিসি জানায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা চারটার দিকে তাকে আটক করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, রুশ সেনারা আইহর মুশারভকে চোখ বেঁধে নিয়ে যায়। কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, কেউ তা জানে না।
তবে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় রাশিয়া। তবে ইউক্রেনের কর্মীরাই সেখানে কর্মরত ছিল। একসময় সেখানে ভারী গোলাবর্ষণ শুরু হলে, দুপক্ষ একে অপরকে দোষারোপ করতে থাকে। তবে আরেকটি পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানে।
ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চল রাশিয়া অন্তর্ভুক্ত করার পরেই এই আটকের ঘটনা ঘটল।
ইউক্রেনের চার অঞ্চল নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এই সিদ্ধান্তে যারা সমর্থন জানাবে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে দেশটি।