রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা সমাবেশ করার ঘোষণা দেওয়ার পরেই দেশ ছাড়তে শুরু করেন যুবক ও তরুণরা। মাত্র সাত দিনেই ২ লাখের বেশি মানুষ ছেড়ে গেছেন দেশ, জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের প্রধান।
প্রায় সাড়ে তিন লাখ সেনা সমাবেশের ঘোষণার প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ এখনো অব্যাহত আছে। বিক্ষোভ থেকে হাজারো রুশ নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
পুতিনের ভাষায়, মুক্ত করা ভূখণ্ডের মানুষকে রক্ষার উদ্দেশ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ফলে মাতৃভূমি রক্ষায় আংশিক সেনা সমাবেশ করার নির্দেশ দেন তিনি। এই ঘোষণার পরেই দেশ ত্যাগ করতে শুরু করেন উপযুক্তরা। অনেকেই শুধু পাসপোর্ট নিয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে।
জানা গেছে, দেশ ছাড়া রুশদের মধ্যে শিক্ষিত নাগরিকের সংখ্যাই বেশি। লন্ডন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর সাত দিনে প্রচুর নাগরিক রাশিয়া থেকে চলে গেছে।