জুমার নামাজে ডাকাতের হামলা, নিহত ১৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:৫৬ পিএম

নাইজেরিয়ার বুকুয়ুম অঞ্চলের রুয়ান জেমা শহরের এক মসজিদে সশস্ত্র ডাকাতের হামলায় নিহত হয়েছে ১৫ জন। রয়টার্স জানায়, শহরের জুমুয়াত কেন্দ্রীয় মসজিদে এই ঘটনা ঘটে।

আমিমু মোস্তফা নামের এক স্থানীয় বাসিন্দা জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে মসজিদ প্রাঙ্গনে আসে। তারপর জুমার নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় তারা। শুক্রবার স্থানীয় সময় ২ টার দিকে এই হামলা হয়। এতে আহত হয়েছেন অনেকে।

শহরের বাসিন্দারা জানান ডাকাতরা যেন রুয়ান জেমার মানুষের ক্ষতি না করে সেই উদ্দেশ্যে তাদেরকে গত আগস্ট মাসে নগদ ২১ হাজার ডলার, পেট্রল ও সিগারেট দেওয়া হয়েছিল। তারপরও এমন হামলায় স্তব্দ এলাকাবাসী।

ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতের এই গ্যাংটি গত ২ বছর যাবত নাইজেরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলে ব্যাপক সক্রিয়। এরই মধ্যে তারা হাজার হাজার লোককে অপহরণ করেছে এবং কেড়ে নিয়েছে কয়েকশজনের প্রাণ। ফলে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে ঘরের বাহিরে যেতেও অনিরাপদ বোধ করছেন তারা।

ডাকাত দলের একের পর এক হামলায় বেশ দুশ্চিন্তায় আছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো।