চলমান জ্বালানি সংকটে সবাইকে বিদ্যুতের ব্যবহার কমানোর পরামর্শ দিচ্ছেন সুইজারল্যান্ডের পরিবেশমন্ত্রী সিমোনেত্তা সোম্মারুগা। আসন্ন শীতে বিদ্যুতের ব্যবহার অন্তত ১৫ শতাংশ কমানোর জন্য প্রচারণা চালাচ্ছেন তিনি।
দ্য টাইমস জানায়, বিদ্যুৎ বাঁচানোর পরামর্শ হিসেবে তিনি জনগণকে নানা পরামর্শ দিয়ে বলেছেন, “প্রয়োজন না থাকলে আপনারা কম্পিউটার বন্ধ রাখবেন, ঘরের লাইট বন্ধ রাখবেন অথবা একসাথে গোসলও করতে পারেন।”
এই বক্তব্যটি প্রকাশিত হওয়ার পরপরই তীব্র সমালোচনার জন্ম দেয়। নারীদের ম্যাগাজিন ফেমিনার সম্পাদক জেরাল্ডিন স্যাভারি অভিযোগ করেন, পরিবেশমন্ত্রী তাদের ব্যক্তিগত জীবনের অত্যন্ত ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন।
তবে অপ্রীতিকর বিবেচিত হওয়ার পর মন্ত্রী তার বক্তব্য খোলাসা করে বলেন, এই পরামর্শ শুধু ছোটদের জন্য।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের প্রয়াসে মস্কোর জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা জোট ও ইউরোপ। তবে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ইউরোপিয়ান দেশগুলো এখন উভয় সংকটে পড়েছে।
আসন্ন শীতে বিদ্যুতের ব্যবহার বাড়বে ইউরোপে। ফলে সংকট মোকাবিলায় আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো।
ইউরোপে গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার কারণেই শীতকালে জ্বালানি সংকটের আশঙ্কা করা হচ্ছে।