বিমানের কেবিন ক্রুর মাথায় ঘুষি দিয়ে সারা জীবনের জন্য বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনে নিষিদ্ধ ঘোষিত হয়েছেন এক যাত্রী। বিজনেস ইনসাইডার জানায়, আলেকজান্ডার তুং কু লে নামের সেই যাত্রীকে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল প্লেনটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনের ক্রুর মাথার পেছন দিকে ঘুষি মারেন আলেকজান্ডার।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মেক্সিকোর থেকে রওনা হওয়ার ২০ মিনিটের মধ্যেই নিজের আসন থেকে উঠে যান তিনি। এরপর বিমানের কর্মীদের গায়ে হাত তোলার হুমকি দেওয়াসহ এলোমেলো আচরণ শুরু করেন আলেকজান্ডার তুং কু লে। এক পর্যায়ে তিনি সেই ক্রুকে ঘুষি মারেন।
এরপর প্লেনটি অবতরণের পর তাকে আটক করে হেফাজতে নেয় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এদিকে আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রে তাকে নিষিদ্ধ করা হচ্ছে।