হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ, মিয়ানমারে শিশুসহ হতাহত ২৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১১:৫২ এএম

বিদ্রোহীদের ঘাঁটি দাবি করে মিয়ানমারের একটি স্কুলে হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে অন্তত ৬ শিশু নিহত ও ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের বরাতে সিএনএন জানায়, শুক্রবার সামরিক বাহিনী বিদ্রোহীদের দমন করতে এই অভিযান চালায়। স্কুল ভবনটি বিদ্রোহীরা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে দাবি করছে সেনারা।

সোমবার রয়টার্স জানায়, সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামে এই হামলা হয়। তবে সব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় নিউজ পোর্টাল মিজিমা ও ইরাওয়াদ্দির প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো লেট ইয়েট কোন গ্রামের বৌদ্ধবিহারের মধ্যে অবস্থিত স্কুলটিতে গুলি চালায়। কিছু শিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সেনারা গ্রামে প্রবেশের পর বাকিরা মারা যায়।

গত বছরের শুরুতে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর পর থেকেই দেশজুড়ে সহিংসতা চলছে। জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিদ্রোহীরা। তাদের মধ্যে অনেকেই সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করছে।