মাঙ্কিপক্স সংক্রমণ থেকে রেহাই পাওয়ার পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন এক চীনা কর্মকর্তা। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করছেন অনেকেই।
বিবিসি জানায়, চীনে প্রথম মাঙ্কিপক্স সংক্রমণের একদিন পর স্থানীয়দের স্পর্শ করার ক্ষেত্রে বিদেশীদের সতর্ক করেছেন সেখানকার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। সামাজিক মাধ্যম ওয়েইবো-তে এক পোস্টে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর প্রধান, মহামারি বিশেষজ্ঞ উ জুনিউ লিখেছেন, “সম্ভাব্য মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধ করার জন্য এবং আমাদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে বিদেশীদের ত্বকের সরাসরি স্পর্শ এড়িয়ে চলুন।”
সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা পোস্টটি নিয়ে অনেক দেশেই সমালোচনা চলছে। এছাড়াও, গত তিন সপ্তাহের মধ্যে বিদেশ থেকে আসা ভ্রমণকারী ও অপরিচিতদের সঙ্গে যোগাযোগ এড়াতেও স্থানীয়দের আহ্বান জানিয়েছেন উ জুনিউ।
সম্প্রতি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং-এ বিদেশ থেকে আগত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। এটি দেশটিতে প্রথম সংক্রমণের ঘটনা। যদিও ঐ ব্যক্তি চীনা নাগরিক নাকি বিদেশি তা স্পষ্ট নয়।
এ ঘটনার একদিন পর জুনিউ এই বেফাঁস মন্তব্য করেন।