৬.৯ মাত্রার ভূমিকম্পের পর তাইওয়ানে সুনামির আতঙ্ক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:১২ পিএম

একদিনের ব্যবধানে তাইওয়ানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দ্বীপটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।

রয়টার্স জানায়, ভূমিকম্পে এরই মধ্যে ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া গেছে এবং অঞ্চলটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া ব্যুরো জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইতুং কাউন্টিতে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়ও একই এলাকায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, তাইওয়ানে রোববারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। আর ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, তাইওয়ানের উপকূল বরাবর ভূমিকম্পের উপকেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর জাপানের ওকিনাওয়ায় ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

 

আরও সংবাদ