ভয়াবহ আগুনে পুড়ে গেছে চীনের ৪২ তলা একটি ভবন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এনডিটিভি জানায়, ভবনটির অবস্থান চীনের মধ্যঞ্চলীয় শহরে।
ভবনটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের অফিস ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক ডজনের বেশি ফ্লোর দাউ দাউ করে জ্বলছে।
চায়না টেলিকম এক বিবৃতিতে বলেছে, “আজ বিকেলে চাংশায় আমাদের ২ নম্বর কমিউনিকেশন টাওয়ারে আগুন লাগে । সাড়ে ৪টার মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়েছে ৷ এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়নি ।"