ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ওয়েস্টমিনস্টার প্রাসাদের মঞ্চে আনার পর ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয় সময় বুধবার রানির মরদেহবাহী কফিন মঞ্চে ওঠানোর পর সেখানে দাঁড়িয়ে থাকা এক রাজপ্রহরী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। এতে দেখা যাচ্ছে, মঞ্চে রানির কফিনের চারপাশে নানা আনুষ্ঠানিকতা চলাকালীন কালো পোশাক পরা গার্ডদের একজন অপ্রস্তুত অবস্থায় ঢলতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
মাটিতে প্রথমে মুখ থুবড়ে পড়লে তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসেন অন্য কর্মকর্তা ও প্রহরীরা। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল বিবিসি। এ ঘটনায় কিছুক্ষণের জন্য তাদের সম্প্রচার বন্ধ রাখা হয়।
এনডিটিভি জানায়, অসুস্থ হয়ে পড়া প্রহরীর শারীরিক অবস্থার সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন যে তিনি ‘সিনকোপ’ জটিলতায় ভুগছেন। এই পরিস্থিতিতে কোনো কারণে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যাওয়ায় মানুষ সাময়িকভাবে চেতনা হারিয়ে ফেলে।