তুরস্ক উপকূলে নৌকা ডুবে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। তুরস্ক কোস্টগার্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, লেবানন থেকে ইতালি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
এক বক্তব্যে কোস্টগার্ড জানিয়েছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সেসময় চারটি নৌকা থেকে অন্তত ৭৩ জনকে উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছিলেন এক নারী এবং পাঁচ শিশু।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের বক্তব্য অনুযায়ী, শনিবার লেবানন থেকে সাগর পথে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, কিন্তু গ্রিসের রোডস দ্বীপের উপকূলের কাছে আসার পর তাদের জ্বালানির দরকার হয়।
তুরস্কের কোস্টগার্ড জানায়, অভিবাসন প্রত্যাশীদের সাহায্যের ডাকে সাড়া দিয়ে গ্রিসের কোস্টগার্ড তাদের চারটি লাইফে বোটে তুলে তুরস্কের জলসীমার কাছে ছেড়ে দিয়ে যায়।
তবে গ্রিসের কোস্টগার্ড এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
২০২২ সালে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে তুরস্কের কোস্টগার্ড, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।