রানি এলিযাবেথ ছিলেন তারকাদের তারকা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:২৩ পিএম

৯৬ বছর বয়সে মারা গেছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিযাবেথ। দীর্ঘ ৭০ বছর সিংহাসনে ছিলেন তিনি। তার সময়ে বিভিন্নজন বিভিন্ন পদে ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ছেড়েছেন। রানির সান্নিধ্য তাদের জন্য ছিল অনন্য অভিজ্ঞতা। তিনি জীবদ্দশায় বিশ্বকে পাল্টে যেতে দেখেছেন, তিনি দেখেছেন যুগান্তর।

তবে বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনও রানিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখতে ও দেখাতে চেয়েছে। শিল্প-সংস্কৃতি ও মিডিয়া বা বিনোদন জগতের সাথেও ছিল তার অনন্য সংযোগ।

চিত্রশিল্পীরা তাকে এঁকেছেন, রক মিউজিক গ্রুপ বিটলস তাকে নিয়ে গেয়েছে, অনেকেই তাকে নিয়ে উপন্যাস লিখেছেন , তারকারা তাকে তারকা হিসেবে দেখেছেন। কখনো কখনো রানিকে ঘিরেই সংস্কৃতির আবর্তন ঘটেছে। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে দেখিয়েছে রানির তেমন কিছু উপস্থাপন।

চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহল এঁকেছিলেন রানির অন্যতম বিখ্যাত এই পোট্রেটটি। ১৯৮৫ সালে আঁকা ‘রেইনিং কুইন’ (Reigning Queen) জায়গা করে নিয়েছে দ্য রয়েল কালেকশনে। অগণিত কপি হয়েছে ছবিটির।

বিখ্যাত ব্রিটিশ পরিচালক ও সুরকার বেঞ্জামিন ব্রিটেন রানির সম্মানে লিখেছিলেন বিখ্যাত অপেরা ‘গ্লোরিয়ানা’ (Gloriana)। রানির রাজ্যাভিষেকের বছরে ১৯৫৩ সালে লন্ডনে মঞ্চায়িত হয় অপেরাটি। এরপর আরও অগণিতবার মঞ্চায়িত হয়েছে সেটি।

জনপ্রিয় রক ব্যান্ড বিটলস ১৯৬৯ সালে রানিকে নিয়ে গেয়েছিল অনিন্দ্য সুন্দর ‘হার ম্যাজিস্টি’ (Her Majesty) গানটি। গানটির দুটো লাইন বিশেষ করে জায়গা করে নিয়েছে মানুষের চেতনায়। ‍‍‍‍`Her Majesty is a pretty nice girl/ But she doesn‍‍`t have a lot to say.‍‍‍‍`

রানির পোশাকের ধরন আর  তার মাথার হেট এর গড়ন ছিল অনন্য। ফ্যাশন এর দুনিয়ায় এর জুড়ি মেলা ভার। রানির নিজস্ব হেট এর সংগ্রহ ছিল বেশ সমৃদ্ধ।  তার প্রিয় রং ছিল নীল। পোশাকের সাথে মিলিয়ে ফুলেল টুপি পরার কারণে তিনি ছিলেন একজন স্টাইল আইকন।

২০০৬ সালে রানিকে নিয়ে নির্মিত হয়েছিল সিনেমা ‘দ্য কুইন’ ‍‍(The Queen‍‍)। প্রিন্সেস ডায়ানার মৃত্যু পরবর্তী ঘটনাবলি তুলে ধরা হয়েছিল সিনেমাটিতে। রানির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী হেলেন মিরেন। এই চরিত্রের জন্য ২০০৭ সালে তিনি জিতেছিলেন অস্কার পুরস্কার।

রানি এলিযাবেথ ‘জেমস বন্ড’ সিনেমার দারুণ ভক্ত ছিলেন। ১৯৬৭ সাল থেকেই সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিত থাকা ছিল তার বিশেষ পছন্দ।

বিখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস্’ তার পছন্দ ছিল। ২০১৪ সালে স্বামী ফিলিপের সাথে তিনি আয়ারল্যান্ডে সিরিজটির সেট পরিদর্শনে যান। সেখানে কয়েকজন কুশিলবের সাথে তিনি হাত মেলান। আয়রন থ্রোনের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেন।

রানি এলিযাবেথের জীবন ও তার  পরিবার নিয়ে নেটফ্লিক্স নির্মাণ করেছে সিরিজ ‘দ্য ক্রাউন’ (The Crown)। তবে রানির প্রয়াণ উপলক্ষে আপাতত বন্ধ থাকবে সিরিজটির প্রোডাকশন।