দ্বিপাক্ষিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা তিনটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে চীন ও ভারত। রয়টার্স জানায়, কিছু সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে মারাত্মক সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিচ্ছে দুই প্রতিবেশী দেশ।
ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের সেনাবাহিনী বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনা কমাতে এসব এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করছে। এক বিবৃতিতে ভারত বলেছে, “গোগরা-হটস্প্রিংস এলাকায় ভারতীয় ও চীনা সৈন্যরা সমন্বিত ও পরিকল্পিতভাবে সরে যেতে শুরু করেছে। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ সহায়ক ভূমিকা রাখবে।”
ভারতীয় মন্ত্রণালয়ের তথ্যমতে, ১২ সেপ্টেম্বরের মধ্যে দুই দেশের সেনা প্রত্যাহার শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব বিবৃতিতে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী সপ্তাহে উজবেকিস্তানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের আগে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিল দুই দেশ। জুলাই মাসেও এ ব্যাপারে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে কমান্ডার পর্যায়ের ১৬তম আলোচনা অনুষ্ঠিত হয়।